”সাধু ও চলিত ভাষা” হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্ব ০১
পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষার রয়েছে দুটি বিভাজন যথা: লেখ্য ও কথ্য। বাংলা ভাষার লেখ্য রূপেও রয়েছে দুটি রীতি যথা চলিত ও সাধু রীতি।
আজকে আমরা ”সাধু ও চলিত ভাষা” হতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শিখবো।
২। ভাষার বৈশিষ্ট নয় 👉ইশারা ও অঙ্গভঙ্গি
৩।বাংলা ভাষার মৌলিক রূপ 👉২টি
৪। ভাষার যে রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় 👍সাধু রীতি
৫। বাংলা গদ্যের প্রথম যুগে যে রীতি চালু ছিল 👍সাধু রীতি
৬।চলিত ভাষার বৈশিষ্ট 👍 প্রমিত রীতি
৭। বাংলা ভাষার যে রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী 👍সাধু রীতি
৮।যে ভাষার পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনিদির্ষ্ট 👍সাধু ভাষা
৯। ভাষার যে রীতি পরিবর্তনশীল 👍 চলিত রীতি
১০। ভাষার যে রীতি তদ্ভব শব্দ বহুল 👍চলিত রীতি
১১। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়👍 সাধু রীতিতে
১২। যে ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় 👍 সাধু ভাষায়
১৩।গুরুচন্ডালী দোষ বলতে বোঝায়👍 সাধু ও চলিত ভাষার মিশ্রণ
১৪। পৃথিবীতে যতগুলো ভাষা প্রচলিত আছে 👍 আড়াই হাজার
১৫। ভাষার জগতে বাংলার স্থান👍 ৭ম
১৬। বাংলা ভাষার উৎপত্তিকাল👍 সপ্তম শতাব্দী
১৭।সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় যে পদে 👍অব্যয়
১৮। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় 👍ঋগ্বেদ
১৯। সাধু ভাষার শব্দে ‘ঙ্গ’ এর স্থলে চলিত ভাষায় যে কোমল রূপ ব্যবহৃত হয়👍ঙ
২০। চলিত ভাষার জনক👍 প্রথম চৌধুরী

No comments